ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

Loading...

ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

এই অনুমোদনের ফলে বাংলালিংক এখন বিকাশ, নগদ, রকেট এবং ইন্টারনেট ব্যাংকিং অ্যাপগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে।

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে কার্যক্রম চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট-এনওসি) পেয়েছে বাংলালিংক।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...


এর মধ্যে দিয়ে বাংলালিংক গ্রাহকদের আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানের অনুমোদন পেল। এসব সেবার মধ্যে রয়েছে তাৎক্ষণিকভাবে অর্থ পাঠানো, রেমিট্যান্স সেবা, বিদ্যুৎ ও সরকারি বিল পরিশোধ, অনলাইন ক্রয়-বিক্রয় ও দোকানিকে অর্থ পরিশোধ এবং বেতন-ভাতা বিতরণসহ সঞ্চয় ও বিমা কিস্তি পরিশোধের মতো আর্থিক সেবা।

তবে বাংলালিংক ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ বা নগদের মতো গ্রাহকের আমানত সংরক্ষণ করতে পারবে না। এছাড়াও মাইক্রো-সেভিংস ও বিমা প্রিমিয়াম পরিশোধের মতো নতুন আর্থিক সেবাও চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

সংশ্লিষ্টদের মতে, এই অনুমোদনের ফলে বাংলালিংক এখন বিকাশ, নগদ, রকেট এবং ইন্টারনেট ব্যাংকিং অ্যাপগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে।

বাংলালিংক মনে করছে, এই অনুমোদন ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং একটি ক্যাশলেস সোসাইটি গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

Loading...

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোহান বুসে বলেন, বাংলালিংকের সারা দেশের নেটওয়ার্ক এবং ভিওনের বৈশ্বিক সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলছি।

আমরা বিশ্বাস করি সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করা উচিত। এই অনুমোদন আমাদের সেই বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে।

Loading...

মানুষের জীবনের প্রতিটি মুহূর্তকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে নেওয়া আমাদের ‘ডিও১৪৪০’ কৌশল অনুসরণ করে আমরা চাই গুরুত্বপূর্ণ ডিজিটাল ও আর্থিক সেবা যেন সবসময় সবার হাতের নাগালে থাকে।

তিনি বলেন, বাংলালিংক ভবিষ্যতেও এমন উদ্ভাবনে কাজ করবে, যা দৈনন্দিন জীবনকে সহজ করবে, জনগণকে ক্ষমতায়নে ভূমিকা রাখে এবং বাংলাদেশকে সংযুক্ত ও ভবিষ্যৎমুখী ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে নেয়।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading