কাতার এয়ারওয়েজের নতুন সিইও হামাদ আলী আল-খাতার
Loading...

কাতার এয়ারওয়েজের নতুন সিইও হামাদ আলী আল-খাতার
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এয়ারলাইন কাতার এয়ারওয়েজ গ্রুপ তাদের পরিচালনা পর্ষদের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে দায়িত্ব নিয়েছেন হামাদ আলী আল-খাতের। তিনি ইঞ্জিনিয়ার বদর মোহাম্মদ আল-মীরের স্থলাভিষিক্ত হবেন।
নবনির্বাচিত সিইও হামাদ আলী আল-খাতের কাতারের বিমান চলাচল ও জ্বালানি খাতে এক অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
জনাব আল-খাতের এর আগে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (HIA) চিফ অপারেটিং অফিসার (COO) হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এই পদে থাকাকালীন তিনি বিমানবন্দরের পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার পাশাপাশি এর কৌশলগত দিকনির্দেশনা, পরিচালনাগত উৎকর্ষতা এবং অবকাঠামো সম্প্রসারণের কাজ সফলভাবে নেতৃত্ব দেন। তাঁর সময়েই বিমানবন্দরের যাত্রী অভিজ্ঞতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
Loading...
হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যোগদানের আগে, জনাব আল-খাতের কাতার এনার্জিতে (QatarEnergy) কর্মরত ছিলেন।
সেখানে তিনি ব্যবসায়িক উন্নয়ন, চুক্তি সম্পাদন এবং বৃহৎ পরিসরে কৌশলগত ও পরিচালনাগত উদ্যোগের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করেছিলেন।
Loading...
তাঁর বিশাল অভিজ্ঞতা, বিশেষ করে কৌশলগত দিকনির্দেশনা এবং বড় মাপের পরিচালনগত উৎকর্ষ সাধনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, কাতার এয়ারওয়েজকে পরবর্তী ধাপে নিয়ে যেতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
বদর মোহাম্মদ আল-মীরের উত্তরসূরি
জনাব আল-খাতের সদ্য বিদায়ী সিইও ইঞ্জিনিয়ার বদর মোহাম্মদ আল-মীরের স্থলাভিষিক্ত হলেন। বদর মোহাম্মদ আল-মীর প্রায় দুই বছর ধরে কাতার এয়ারওয়েজের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গ্রুপ তাঁর সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
কাতার এয়ারওয়েজ গ্রুপের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, জনাব সাদ শেরিদা আল-কাবি, নতুন সিইওকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা কাতার এবং বিশ্বজুড়ে আমাদের ব্যতিক্রমী দল দ্বারা স্থাপিত কাতার এয়ারওয়েজের শক্তিশালী ভিত্তি এবং বিস্তৃত বিশ্বব্যাপী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য উন্মুখ।”
এই নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে কাতার এয়ারওয়েজ বৈশ্বিক বিমান পরিবহন শিল্পে তাদের অবস্থান আরও শক্তিশালী করার এবং ভ্রমণকারীদের জন্য নির্ভরযোগ্যতা ও উদ্ভাবন নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
- যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্ব পেতে ১০ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প
- ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
- প্রেমের অভিনয় করে ৩০ লাখ টাকার গহনা চুরি, প্রেমিক আটক
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার
Loading...






